হোম > সারা দেশ > নোয়াখালী

ওবায়দুল কাদের মিথ্যুক: কাদের মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেছেন, `ওবায়দুল কাদের কোনো নেতা নয়, নেতার কোনো  চরিত্র তার নেই। সে তার স্ত্রীর কথায় চলে।'

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আলোচনাসভায় কাদের মির্জা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের সমালোচনা করে বলেন, `তার স্ত্রীর কি কোম্পানীগঞ্জে কোনো কর্মীর সঙ্গে তার যোগাযোগ আছে নাকি? তার যোগাযোগ বাদল, মঞ্জু, খিজির হায়াত, নবী, সাহাব উদ্দিনদের সঙ্গে; প্রতারকদের সঙ্গে তার সম্পর্ক।' 

কাদের মির্জা বলেন, `আজকে এই কোম্পানীগঞ্জে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, এটা দুঃখজনক। এটা কি চলতে দেওয়া যায়? এটার জন্য দায়ী ওবায়দুল কাদের। আমাকে বলেছে সব জামিন আমি করাব। কিন্তু সে মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক। সে কোনো নেতা নয়, নেতার কোনো  চরিত্র তার নেই।' 

কাদের মির্জা আরও বলেন, `নোয়াখালীর চৌমুহনীতে অনেকের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট লুট করেছে। এত কিছুর পরও এখানকার এসপিকে সরানো হয় নাই। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক এসপিকে সরানো হয়েছে। এই এসপিকে কী জন্য রাখছে? আমাদের দমন করার জন্য? আমাদের ওপর অত্যাচার, জুলুম করার জন্য ওবায়দুল রাখছে। তবে আজকে আমি ভীত নই।' 

এ সময় উপস্থিত অনুসারীদের মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রতিটি স্তরে মহানবীর আর্দশ লালন করার আহ্বান জানান তিনি। 

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা