হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় জমি বিরোধে গৃহবধূ হত্যা, দুই ভাই গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে এক গৃহবধূ হত্যায় মামলায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নরসিংদী জেলার শিবচর উপজেলার কাবারচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর একটি দল। 

নিহত মোস্তফা আক্তার (৬০) কেন্দুয়া উপজেলার পাঁচহার গ্রামের নুর উদ্দীনের স্ত্রী। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের মো. আংগুর মিয়া (৫০) ও তাঁর ভাই মো. নুর মিয়া (৪৫)। 

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, গৃহবধূ মোস্তফা আক্তার ও প্রতিবেশী আংগুর মিয়াদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আংগুর মিয়ার পরিবারের লোকজন প্রতিপক্ষের লোকজনকে কয়েকবার হত্যার হুমকি দিয়েছিলেন। ১৬ সেপ্টেম্বর দুপুরে নিজেদের জায়গায় গরু বেঁধে রাখেন মোস্তফা আক্তার। 

বিকেলে গরু আনতে গেলে আংগুর মিয়া তাঁর ভাই নুর মিয়াসহ অন্যরা মোস্তফাকে মারধর শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হুমকি দিয়ে তাঁরা চলে যান। পরে গুরুতর আহত মোস্তফা আক্তারকে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পরদিন গৃহবধূর মেয়ে আয়াতুল বাদী হয়ে আংগুর মিয়া ও নুর মিয়াসহ নয়জনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টার দিকে নরসিংদী জেলার শিবচর উপজেলার কাবারচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে দুপুরে তাঁদের কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় নয়জন আসামির মধ্যে এ পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছে। বাকিরা পলাতক আছেন। তাঁদের ধরতে চেষ্টা চলছে।

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ