হোম > সারা দেশ > নেত্রকোণা

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঘটনার ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. বাবুল মিয়ার বাড়ি সদর উপজেলার ছোট গরদি এলাকায়। 

গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হাটখলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান জানিয়েছেন।

পুলিশ জানায়, বাবুল মিয়া তাঁর তিনজন সহযোগী নিয়ে ২০০২ সালের ২১ মে রাতে এক নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী বাদী হয়ে বাবুল মিয়াসহ চারজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

২০১৬ সালে আসামিদের অনুপস্থিতিতে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত চার আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তাঁদের মধ্যে মামলার তিন নম্বর আসামি প্রায় পাঁচ বছর আগে মারা যান। অন্য দুই আসামি কারাগারে রয়েছেন। আর বাবুল মিয়া পলাতক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হকের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার বাবুল মিয়াকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার