হোম > সারা দেশ > নেত্রকোণা

এমপি মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন ঝুমা তালুকদার

নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় সংসদ (এমপি) নির্বাচনে মনোনয়ন পেতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আজ শনিবার দুপুরে নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রাফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ নভেম্বর জেলা ডিডিএলজির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পদত্যাগ পত্রটি পাঠানো হয়। ১৫ নভেম্বর মন্ত্রণালয় সেটি গৃহীত হয় বলে জানিয়েছেন ঝুমা তালুকদার।

ঝুমা তালুকদার বলেন, নেত্রকোন-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। এই সময়টায় মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকব মানুষের সেবা করার সময় পাব না। তাই পদ ছেড়ে দিয়েছি।

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা রাখতেই পারি। আমার বিশ্বাস এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে পরিবর্তন আনবেন।

মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। জনগণ তাঁকে সব সময় পাশে পাবেন বলেও জানান ঝুমা তালুকদার।

এদিকে দুর্গাপুর উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্যানেল-১ পারভীন আক্তার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, ঝুমা তালুকদারের বাবা প্রয়াত জালাল উদ্দিন তালুকদার নেত্রকোনা জেলার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৭৯ সালে তৎকালীন ময়মনসিংহ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড