হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় জাল ভোট দিতে গিয়ে ধরা, নারীসহ দুজনের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েন নারীসহ দুজন। পরে তাঁদের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওনক জাহান তাকি তাঁদের এই সাজা দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মদনের নায়েকপুর ইউনিয়নের বাউসা গ্রামের মৃত কাতু মিয়ার ছেলে নূরগণি (৪৫) এবং একই গ্রামের মৃত মস্তফার স্ত্রী শেলী আক্তার (৩৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদনের নায়েকপুর এলাকার একটি কেন্দ্রে জাল ভোট দিতে গেলে ভোট গ্রহণ কর্মকর্তারা হাতেনাতে ধরেন নূরনবী ও সেলিনাকে। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাঁদের প্রত্যেকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে নৌকা প্রতীকে সাবেক আমলা সাজ্জাদুল হাসানসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার