হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় জাল ভোট দিতে গিয়ে ধরা, নারীসহ দুজনের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েন নারীসহ দুজন। পরে তাঁদের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওনক জাহান তাকি তাঁদের এই সাজা দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মদনের নায়েকপুর ইউনিয়নের বাউসা গ্রামের মৃত কাতু মিয়ার ছেলে নূরগণি (৪৫) এবং একই গ্রামের মৃত মস্তফার স্ত্রী শেলী আক্তার (৩৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদনের নায়েকপুর এলাকার একটি কেন্দ্রে জাল ভোট দিতে গেলে ভোট গ্রহণ কর্মকর্তারা হাতেনাতে ধরেন নূরনবী ও সেলিনাকে। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাঁদের প্রত্যেকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে নৌকা প্রতীকে সাবেক আমলা সাজ্জাদুল হাসানসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড