হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ মো. আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মো. রুবেল মিয়া (২০) নামে অপর সহযোগী পালিয়ে যান। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে আজ সকালে গোপন সংবাদে শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে মদসহ আটক করা হয়। আটক আনোয়ার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের বাসিন্দা। আর পালিয়ে যাওয়া রুবেল মিয়াও একই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, আনোয়ার ও রুবেল সুনামগঞ্জ থেকে মদের বোতলগুলো নিয়ে রাজধানীর উদ্দেশে যাচ্ছিলেন। সুনামগঞ্জ থেকে এসে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় ঢাকাগামী বাসে ওঠার চেষ্টা করছিল। গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে আনোয়ারকে ৩৫ বোতল মদসহ আটক করা হয়। এ সময় রুবেল কৌশলে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দুপুরে আনোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর পালিয়ে যাওয়া রুবেলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে