হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ঝড়ে নৌকা ডুবে জেলের মৃত্যু, নিখোঁজ ২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে। তাঁদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

গতকাল রোববার রাত ৩টার দিকে জেলার কলমাকান্দা ও মোহনগঞ্জে নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন হলেন কলমাকান্দা উপজেলার অনিল দাস (৪৫) ও মোহনগঞ্জ উপজেলার দুলাল তালুকদার (৬০)। তবে কলমাকান্দা উপজেলার আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক জেলের লাশ সকালে উদ্ধার করেছে এলাকাবাসী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে কলমাকান্দার সোনাডুবি হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান সাত-আটজন জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও আব্দুল কুদ্দুস ও অনিল দাস নামে দুই জেলে নিখোঁজ হন। পরে সকালে আব্দুল কুদ্দুসের লাশ স্থানীয়রা উদ্ধার করে। তবে আজ সোমবার দুপুর দেড়টা পর্যন্ত অনিল দাসকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এদিকে মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে রাতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন দুলাল তালুকদার নামের এক জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে গেলে নৌকায় থাকা দুজনের মধ্যে একজন সাঁতরে তীরে ওঠেন। আর দুলাল তালুকদার পানিতে ডুবে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন। দুপুর দেড়টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ সকালে উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ অনিল দাসের খোঁজে চেষ্টা চলছে। উদ্ধারের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, দুলাল তালুকদারকে খুঁজতে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন। এদিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এখনো এসে পৌঁছায়নি।

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার