হোম > সারা দেশ > নেত্রকোণা

তিন প্রার্থীকে টপকে ইউপি চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত নেতা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদরের রৌহা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা শফিকুল ইসলাম বাতেন বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার রৌহা ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে মো. মুখলেছুর রহমান, আনারস প্রতীকে মো. আব্দুল হাই, ঘোড়া প্রতীকে শফিকুল ইসলাম বাতেন ও চশমা প্রতীকে ফরিদা ইয়াসমিন পারভীনসহ চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল রাত ৮টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা।

নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাতেন ১১ হাজার ৭৮৫ ভোটের মধ্যে ৪ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল হাই পেয়েছেন ২ হাজার ৯৩১ ভোট।

শফিকুল ইসলাম বাতেন রৌহা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি ইউপি নির্বাচনে অংশ নেন। তাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫ মার্চ তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বাতেনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু তাঁকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর সদর উপজেলার সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান আলী আহসান সুমনের (৪৬) মৃত্যু হয়। পরদিন রৌহা ইউপি চেয়ারম্যান মো. আবদুর রশিদ (৭৮) মারা যান। তাতে দুটি ইউপিতে চেয়ারম্যানের পদ শূন্য হয়।

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২