হোম > সারা দেশ > নড়াইল

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় গরুর পচা মাংস বিক্রির অপরাধে বাবু শেখ নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার এড়েন্দা বাজারে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম প্রদীপ্ত রায় দীপন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাবু শেখ গত ২৪ জুন জবাই করে গরুর যে মাংস পান, তাঁর মধ্যে এক মণ মাংস অবিক্রীত থেকে যায়। পরে ওই মাংস একটি নষ্ট ফ্রিজে রাখেন। এতে মাংস পচে যায়। গতকাল মঙ্গলবার তাঁকে ওই মাংস এড়েন্দা বাজারে বিক্রি করতে দেখে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম প্রদীপ্ত রায় দীপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ঘটনার সত্যতা পেয়ে পচা মাংস বিক্রির দায়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। এ সময় লোহাগড়া থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম প্রদীপ্ত রায় দীপন বলেন, পচা মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা