হোম > সারা দেশ > নড়াইল

কালিয়া পৌরসভার সাবেক-বর্তমান কাউন্সিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আল ইমরান শেখ (২৫), মো. ইনামুল হক (২৮), আশিক শিকদার (২৫), তালিব শেখ (২০), আব্দুল্লাহ শেখ (১৯) ও রবিউল শেখসহ (৩৫)। বাকিদের নাম জানা যায়নি। 

এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেলিম রেজা ইউসুফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আজ সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ছোটকালিয়ার মোড় জামে মসজিদের পাশে একখণ্ড সরকারি জমি পরিমাপ করতে যায়। এ সময় সেখানে ওই দুই গ্রুপের সমর্থকেরাও জড়ো হয়। জমি পরিমাপের একপর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

গুরুতর আহতদের কালিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষিশ্রমিকের

নড়াইলে দুটি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের