হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ 

নড়াইল প্রতিনিধি

নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের চালক জাফর বিশ্বাস (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত চালক জাফর যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাসিন্দা। তিনি নড়াইল-যশোর সড়কের বন্ধু কল্যাণ পরিবহনের চালক। 

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস বন্ধু কল্যাণ পরিবহনের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বন্ধু কল্যাণ পরিবহনের চালক জাফর নিহত হন। আহতদের মধ্যে আছেন লিটন ট্রাভেলসের চালক মাহবুব হোসেন (৪৫), নড়াইল সদর হাসপাতালের নার্স রোমেছা খানম (৪০), আবু তালেব (৫৫), ইয়াসীন (২০), হীরা বেগম (৩৫), রজত বিশ্বাস (৩৮), পাপিয়া (৩০), লোকাল বাসের চালকের সহকারী মুন্না শেখ (১৯), সমীর সরকার (৬৫), সমীরের স্ত্রী প্রণতি সরকার (৬০), এবাদুল হোসেন (৫২), ফজলুল হক (৬০), রিভা (২৫), মিতু (১৮) প্রমুখ। 

লোকাল বাসের চালকের সহকারী মুন্না শেখ (১৯) বলেন, ‘আমাদের গাড়ি যশোর থেকে নড়াইলের উদ্দেশে ছেড়ে আসার পর ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা লিটন ট্রাভেলসের একটি পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমাদের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।’

নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি সরানোর পর নড়াইল-যশোর সড়কে বেলা সোয়া ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা