হোম > সারা দেশ > নড়াইল

দুর্বৃত্তের হামলায় বিচ্ছিন্ন হলো স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় হামলা চালিয়ে মো. আকবার হোসেন লিপন (৪৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার মঙ্গলহাটা গ্রামের শিকদার বাড়ির মসজিদের পাশে এ ঘটনা ঘটে। মো. আকবার হোসেন লিপন ওই গ্রামের বাসিন্দা এবং উপজেলার মল্লিকপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার রাত ৯টার দিকে মধ্য পাড়া থেকে বাড়ি ফেরার পথে দৃর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা হাত ছাড়াই গুরুতর অবস্থায় লিপনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ নিয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘লিপনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে হাত ছাড়াই গুরুতর অবস্থায় লিপনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো তা নিশ্চিত জানা যায়নি।’

নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষিশ্রমিকের

নড়াইলে দুটি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের