হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ৮ মাসের শিশুকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল সোমবার উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির মা কুলসুম বেগম (৩০) বাদী হয়ে লোহাগড়া থানায় স্বামীসহ দুজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

অভিযুক্ত ব্যক্তির নাম মামুন শেখ (৩২)। তিনি ওই গ্রামের দাউদ শেখের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু মামুন শেখের ছেলে আল-হাবিব। 

মামলার সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে মামুন শেখের সঙ্গে কুলসুম বেগমের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম নেয়। এরপরে মামুন শেখ মাফুজা আক্তার নামে এক নারীকে (২২) দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকে মামুন প্রথম স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজখবরসহ ভরণ-পোষণের দায়িত্ব নেন না। এ ছাড়া যৌতুকের জন্য কুলসুম বেগমকে প্রায়ই মারধর ও নির্যাতন করেন। 

আরও জানা যায়, গতকাল সোমবার অভিযুক্ত মামুন শেখ পুনরায় যৌতুকের জন্য প্রথম স্ত্রী কুলসুম বেগমকে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় মামুনের দ্বিতীয় স্ত্রী মাফুজা আক্তারও কুলসুমের চুলের মুঠি ধরে মারধর করে পালিয়ে যান। দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ায় রাগান্বিত হয়ে মামুন শেখ আট মাস বয়সী সন্তান আল হাবিবকে নিয়ে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে পা ওপর দিকে দিয়ে ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। কুলসুমের শাশুড়ি ও প্রতিবেশীরা শিশুটিকে রক্ষা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত আসামি মামুন শেখকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা