হোম > সারা দেশ > নড়াইল

টাকার মায়ায় প্রাণ গেল যুবকের 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে বালুবোঝাই একটি ট্রলার ডুবে যায়। এ সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও, নাজমুল মৃধা (৩৪) নামের এক যুবক ক্যাবিন থেকে টাকা আনতে গিয়ে ট্রলারের সঙ্গে ডুবে যান।

আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ২ টার দিকে নাজমুলের লাশ উদ্ধার করে।

নাজমুল মৃধা কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবার মৃধার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম।

ঘটনার সময় ট্রলারে থাকা বায়জিদ নামের এক যুবক বলেন, ‘ট্রলারের ভেতর আমরা ৪ জন ছিলাম। তলা ফেটে যাওয়ায় আমরা সবাই উপরে ওঠে আসি। কিন্তু নাজমুল ক্যাবিন থেকে টাকা আনতে যায়। আমরা নিষেধ করলেও সে শোনেনি। পরে ট্রলারের সঙ্গে সেও ডুবে যায়।’

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, ‘সকাল ৮ টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দুপুর আড়াইটার দিকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়। লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা