নড়াইলে চিত্রা নদীর পাড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার গোবরা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বৃদ্ধার মরদেহ গোবরা এলাকায় চিত্রা নদীর তীরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। সোয়েটার পরা ওই নারীর শরীরে তেমন কোনো পোশাক ছিল না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
ওসি সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে মৃত্যু হতে পারে।