হোম > সারা দেশ > নড়াইল

অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নড়াইল প্রতিনিধি

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা ও অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুর ১২টার দিকে নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আমাতুল মোর্শেদা এ আদেশ দেন।

এর আগে সকাল ১০টার দিকে আসামি রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম ও সৈয়দ রিমনকে জেলা কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে নড়াইল সদর আমলি আদালতে আনা হয়।

জানা যায়, গত ১৮ জুন সহিংসতা এবং অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনার ১০ দিন পর ২৭ জুন বিকেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা দায়ের করেন। পরে গত সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাত ৯টার দিকে খুলনার বয়রা এলাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামি রহমতউল্লাহ বিশ্বাস রনিকে গ্রেপ্তার করে নড়াইল জেলা পুলিশের একটি টিম।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সন্জিব কুমার বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এরই প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা