হোম > সারা দেশ > নড়াইল

প্রধানমন্ত্রী আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন: হুইপ মাশরাফি

নড়াইল প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে মানবিক যুবলীগ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। দাবি নিয়ে বলছি, আমি একজন খেলোয়াড়। প্রধানমন্ত্রী আমাকে এই জনপদে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।’ 

আজ মঙ্গলবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী দেশকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। ওই গোষ্ঠী এদেশে পাকিস্তানি শাসন কায়েম করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ওই সব অশুভ শক্তিকে প্রতিহত করে এ দেশকে সোনার বাংলায় পরিণত করব।’ 

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি। 

উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল প্রমুখ। 

এদিকে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে গোটা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু, মায়ের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড