হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় ১৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের সোহেল খান (৩৮) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে দীঘলিয়া বাজারসংলগ্ন ব্রিজের পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে। 

নিহত সোহেল খান কুমড়ি গ্রামের বদিয়ার খানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সোহেল খান নড়াইল জেলার বিশেষ শাখার (ডিএসবি) তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর নামে তিনটি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোহেল খান সম্প্রতি দীঘলিয়া ইউনিয়নের পূর্বপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বাড়ির উঠানে বসে স্ত্রীর সঙ্গে গল্প করছিলেন। এর মধ্যে তিনি বাড়ির বাইরে কিছু লোকের হাঁটাহাঁটির শব্দ শুনে বেরিয়ে এলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

হত্যার ঘটনার পর ওই রাতেই লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, সোহেল খান নড়াইল জেলা বিশেষ শাখার (ডিএসবি) তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। 

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা