হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় মধুমতি নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের তিন দিন পর মধুমতি নদী থেকে মো. মুসা বিশ্বাস (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ রোববার বিকেলে উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মুসা বিশ্বাস উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামের নবীর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন বিদ্যুতের মিস্ত্রি। 

স্থানীয়রা জানান, মুসা বিশ্বাস গত বৃহস্পতিবার দুপুরে ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে মাছ ধরতে ডুব দিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ডুবুরি দলের সদস্যরা দুই দিন নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পায়নি। 

গতকাল বিকেলে উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। 

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মুসার লাশ উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন ট্রলার নিয়ে লাশটি উদ্ধার করে।’ 

নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেলের দিকে স্থানীয়রা নিখোঁজ মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে। পরে লাশটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’ 

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা নাগিবের

রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের ওটি সিলগালা

নড়াইলের ২ আসন: বিএনপি-জামায়াত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা