হোম > সারা দেশ > নওগাঁ

নিখোঁজের ৫ দিন পর ধানখেতে মিলল গলিত লাশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে শনাক্ত করেছেন তাঁর স্বজনেরা। আব্দুল জব্বার উপজেলার নুরল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।

আব্দুল জব্বারের ছোটভাই মোজাহারুল ইসলাম বলেন, কশব ভোলাগাড়ী গ্রামের জনৈক বুলবুল আহমেদের কাছে পাওনা টাকা নিতে গত শুক্রবার সকালের দিকে ভাই আব্দুল জব্বার বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

মোজাহারুল ইসলাম বলেন, ‘লাশের গলায় থাকা চাঁদির চেইন ও পায়ের স্যান্ডেল দেখে এটি ভাই আব্দুল জব্বারের লাশ বলে শনাক্ত করেছি। পরিবারের অন্য সদস্যরাও লাশটি আব্দুল জব্বারের বলে দাবি করেছেন।’

কশব মধ্যপাড়া গ্রামের বাসিন্দা খয়ের আলী বলেন, বিলের গভীর নলকূপের ড্রেনম্যান আজ সকালে ওই এলাকায় পানি দিতে গিয়ে সামসুর রহমানের খেতে লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। বিলের মধ্যে ধানখেতে পড়ে থাকায় শিয়ালে লাশটি খেয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘উদ্ধার লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা। তবে লাশের সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আমাদের মতো করে কাজ করছি। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা