হোম > সারা দেশ > ময়মনসিংহ

নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা সময়ের দাবি: শিক্ষা উপদেষ্টা

জাককানইবি প্রতিনিধি 

নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। গতকাল সোমবার জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা জাতি হিসেবে যেমন একটা অস্থির সময় অতিবাহিত করছি, ঠিক তেমনি আমাদের সামনে অপার সম্ভাবনার সুযোগ এসেছে। জাতি হিসেবে একটা অপশক্তিকে পরাজিত করেছি।

এখন বিভিন্ন প্রকার সংস্কারকাজ জরুরি হয়ে পড়েছে। তবে এই সংস্কারকাজ এককভাবে শুধু সরকারের নয়। আমরা ঐকমত্যের ভিত্তিতেই এই সংস্কারকাজ সম্পন্ন করতে চাই।’

সি আর আবরার আরও বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য নজরুলের গান-কবিতা তরুণদের, আমাদের উদ্দীপ্ত করেছে, সেই নজরুলকে আজকে স্মরণ করার মধ্য দিয়ে তাঁর ঋণ পরিশোধের সামান্য চেষ্টামাত্র।’

অনুষ্ঠানে নজরুল পদক ও সম্মাননা স্মারক দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও গবেষণায় অবদান রাখায় ‘নজরুল পদক-২০২৫’ পেয়েছেন দুই গুণী ব্যক্তি। তাঁরা হলেন সংগীত বিভাগে ইয়াকুব আলী খান ও গবেষণা বিভাগে অধ্যাপক ড. রশিদুন নবী।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক