হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভারতের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স মেলান্দহ গান্ধী আশ্রমে

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ গান্ধী আশ্রমে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার। আজ শনিবার মুক্তি সংগ্রাম জাদুঘরে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রজেক্ট ও এস্টাবলিশমেন্ট) সঞ্জয় জৈন। 

সঞ্জয় জৈন বলেন, ‘বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান। আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি। প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মধুর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’ 

দ্বিতীয় সচিব বলেন, ‘বর্তমানে করোনা প্রকোপ বেড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। এটি কোনো দেশের একার সমস্যা নয়। এটি সব দেশের সমস্যা। এটি সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।’ 

গান্ধী আশ্রম, মুক্তিসংগ্রাম জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নাসির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর জাহান বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ সদস্য ছবি বিশ্বাস, জনস্বার্থ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. সামছুস জামাল সেলিম, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্বজল সুকার সরকার, গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তিধর প্রমুখ।

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ