হোম > সারা দেশ > জামালপুর

‘প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করায়’ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

মেলান্দহ ও মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৭টার দিকে জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ জীবন আক্তার ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। এই ঘটনা পর থেকেই স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। 

জীবন আক্তারের বাবার বাড়ি উপজেলার জাংগালীয়া এলাকায়। তিনি ওই এলাকার প্রবাসী করিমোজ্জামানের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে প্রতিবেশী ফজলু প্রামাণিক দীর্ঘদিন ধরে চলাচল করেন। ফজলু প্রামাণিকের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকাই তাঁরা শফিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে চলাচল করতেন। সেখান দিয়ে চলাচলে শফিকুল ইসলামের আপত্তি না থাকলেও জীবন আক্তার প্রায় সময় তাঁদের নিষেধ করায় কথা–কাটাকাটি হয়। এ নিয়ে ফজলু প্রামাণিকের স্ত্রীর সঙ্গে জীবন আক্তারের ঝগড়া বিবাদ হতো। 

আজ রোববার সকালে আবার প্রতিবেশীর সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে ঝগড়া বিবাদ শুরু করলে একপর্যায়ে জীবন আক্তারের পিঠে ও গলায় ছুরিঘাত করেন শফিকুল ইসলাম। রক্তক্ষরণ শুরু হলে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুপুর ১২টার দিকে মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্বামী শফিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন