হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় বাস থেকে মাদক জব্দ, আটক ২

নেত্রকোনা প্রতিনিধি

আটক দুই যুবক। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় বাসে তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা-ঢাকা মহাসড়কের বাহাদুরকান্দায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বাধীন যৌথবাহিনী। এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসে লুকানো ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা পাওয়ার পর সংশ্লিষ্ট ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন