হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার নূর আহম্মদ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ২৪৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশ কুমার দে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আহম্মদ (৩০)। তিনি মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। প্রতিদিনের মতো শনিবার ভোরে নূর আহম্মদ তাঁর নিজ বসতবাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। এদিকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে।

এ সময় তাঁর কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে নূর আহম্মদকে মদন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা দেবাংশ কুমার দে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকের বিশেষ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা