হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে শাশুড়িকে হত্যার অভিযোগে যুবক কারাগারে

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগে মো. আসাদ মিয়া (২৮) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মো. আসাদ মিয়া উপজেলার ঝাউগাড়া ইউনিয়নের টুপকারচর এলাকার মো. রইজ উদ্দিন মণ্ডলের ছেলে। 

গত বুধবার বিকেলে মো. আসাদ মিয়াকে র‍্যাব-১৪-এর একটি দল গ্রেপ্তার করে। র‍্যাব-১৪-এর জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেলান্দহ থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শেষে আজ তাঁকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর এলাকার গোয়ালঘর থেকে সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন বিকেলে নিহত নারীর স্বামী আজিজুল হক থানায় মামলা করেন। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আসাদ মিয়া হত্যা করেছে বলে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে আসাদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের স্বামী থানায় হত্যা মামলা করেছেন।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা