হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় তরুণ নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় রকি মিয়া (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে মদন-খালিয়াজুরি সড়কের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত রকি মিয়া নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউশা গ্রামের সোনা মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাকসহ বিজয় নামের এক ব্যক্তি আটক রয়েছে। আটক ব্যক্তি ওই ট্রাকচালকের সহকারী। 

আজ বুধবার মদন থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকসহ থানায় একজন আটক রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।’ 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রকি মিয়া মদন বাজারের রফিক ডেকোরেশনের দোকানে কাজ করতেন। গতকাল রাতে কাজ শেষে কুলিয়াটি থেকে দোকানে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। আহত রকি মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ট্রাকসহ তিনজনকে আটক করে। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক হওয়া দুই ব্যক্তি পালিয়ে যান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন