হোম > সারা দেশ > শেরপুর

বনভোজনের ট্রলি খাদে পড়ে দুজন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বনভোজন থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে পড়ে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ট্রলিচালক মো. জুয়েল মিয়াকে একমাত্র আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়। দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেনের বড় ভাই মো. ইউনুস আলী বাদী হয়ে এই মামলা করেন। তবে এখনো গ্রেপ্তার হয়নি ট্রলিচালক জুয়েল। 

এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের পূর্বখড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল (১৮) ও আবু তালেবের ছেলে ইসমাইল হোসেন (১৮)। হতাহত সবাই এসএসসি পরীক্ষার্থী ছিল। 

মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনার পর থেকে ট্রলিচালক জুয়েল পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ছাড়া ট্রলিটি জব্দ করে থানায় রাখা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার রাতে শ্রীবরদী উপজেলার খড়িয়া গ্রামের একদল তরুণ বনভোজন শেষে উপজেলা বাজারে সাউন্ড বক্স ফেরত দিয়ে ট্রলিযোগে বাড়ির দিকে রওনা দেয়। পথে শ্রীবরদী-লঙ্গরপাড়া সড়কের কলাকান্দা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খাদে পড়ে যায় ট্রলিটি। এতে ট্রলিতে থাকা দুজন নিহত ও ১০ জন আহত হন। 

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০