হোম > সারা দেশ > শেরপুর

বন্য হাতি থেকে ফসল রক্ষায় নির্ঘুম

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় খাদ্যের সন্ধানে সমতলে নেমে আসছে অর্ধশতাধিক বন্য হাতি। ক্ষুধার তাড়নায় হাতির 
পালটি দিশেহারা। খাচ্ছে টিলায় থাকা গাছের ছাল-বাকল। হাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় কৃষকেরা। তবু বোরো ধান নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রায় দেড় মাস ধরে অর্ধশতাধিক বন্য হাতির পালটি সীমান্ত এলাকায় অবস্থান করছে। হাতির পালটি গত বুধবার ছিল উপজেলার দাওধারা-কাটাবাড়ী জঙ্গলে। খাদ্যের সন্ধানে এক টিলা থেকে অন্য টিলায় চষে বেড়াচ্ছে হাতিগুলো।

গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, বন্য হাতি দল বেঁধে নাকুগাঁও এলাকায় টিলা থেকে আরেক টিলায় খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, সমতলে নেমেও অবস্থান করছে।

বন বিভাগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাতিগুলো খাদ্যের সন্ধানে প্রায় সময়ই টিলা থেকে সমতলে নেমে আসছে। এতে ফসল রক্ষায় কৃষকেরা দিন-রাত পাহারা দিচ্ছেন। নয়াবিল ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাতি প্রতিরোধে ফসলি জমি ঘেঁষে হাতিকে ভয় দেখাতে ১০০ মিটার জিআই তার ও একটি জেনারেটর স্থাপন করা হয়েছে।

নাকুগাঁও গ্রামের কৃষক মো. ইব্রাহিম বলেন, ‘সন্ধ্যা নামার আগেই হাতির দলটি বোরো খেতে নেমে আসার চেষ্টা করে। তখন হুল্লোড় করে হাতির দলকে প্রতিরোধ করা হয়। এলাকায় হাতি থাকায় আমাদের পালা করে রাত জেগে পাহারা দিতে হচ্ছে।’

নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘প্রতিবছর বন্য হাতির পাল খাবারের খোঁজে লোকালয়ে এসে ফসল নষ্টের পাশাপাশি প্রাণহানি ঘটাচ্ছে। কৃষকদের সঙ্গে আমিও হাতি প্রতিরোধে সেখানে অবস্থান করছি।’

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ফসল রক্ষায় এবং হাতিকে নিরাপদ রাখতে বন বিভাগের পাশাপাশি এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে। হাতির কারণে কোনো কৃষকের ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। তাই আমরা বলব, হাতিকে যেন কেউ 
বিরক্ত না করে।’

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র