হোম > অপরাধ > ময়মনসিংহ

নেত্রকোনায় সেই গলাকাটা লাশের পরিচয় শনাক্ত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে শ্মশান ঘাটের পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকা সেই নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নারীর নাম রাজুনা বেগম (৭০)। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ভাটি মামুদনগর এলাকার মারফত মুন্সীর মেয়ে। 

আজ সোমবার দুপুরে নেত্রকোনা পিবিআইয়ের পরিদর্শক অভিরঞ্জন দেব এ তথ্য নিশ্চিত করেন। 

পিবিআই জানায়, উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও শ্মশান ঘাটের পাশে অজ্ঞানামা নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকার খবর পেয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবিরের নির্দেশনায় পরিদর্শক ইমদাদুল বাশারের নেতৃত্বে একটি ক্রাইমসিন টিম রোববার ঘটনাস্থলে যায়। গিয়ে দেখা যায় আনুমানিক ৭০ বছর বয়সী একজন নারীর লাশ যার নাকে, মুখে, কানে ধারালো অস্ত্রের কোপের দাগ। কোপে নাক কেটে ঝুলে আছে, গলাকাটা অবস্থায় রয়েছে। আশপাশের স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে ওই নারীর পরিচয় শনাক্ত না হওয়ায় পিবিআই ফিংগার প্রিন্ট সংগ্রহপূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। খুনের রহস্য উদ্‌ঘাটনে পিবিআই ছায়া তদন্ত করছে বলেও জানায়। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ‘নিহতের পরিবারের লোকজনকে মর্গে লাশ শনাক্তে পাঠানো হয়েছে। তারা ফিরে আসার পর এ ঘটনায় মামলা নেওয়া হবে। দ্রুত এ হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’ 

উল্লেখ্য, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশানঘাটের পাশ থেকে ওই নারী গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয়রা। পরে পিবিআই ফিংগার প্রিন্ট সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্ত করে।

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব