হোম > সারা দেশ > ময়মনসিংহ

হজের নিবন্ধনের সময় বাড়িয়ে আমরা পিছিয়ে থাকতে চাই না: ধর্মমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

গত ১৮ জানুয়ারি হজের নিবন্ধন শেষ হয়েছে। নতুন করে নিবন্ধনের সময় আরও বাড়ানো হবে কি না—এ প্রসঙ্গে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘আমরা হাবের সঙ্গে গত পরশু মিটিং করেছি এবং আল্টিমেটাম দিয়েছি। ফারদার সময় বাড়াতে চাই না। বাংলাদেশ সব দিক দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, তখন আর পিছিয়ে থাকতে চাই না।’

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জামালপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ সব কাজ ঢিলেঢালা করতে করতে এমন পর্যায়ে পৌঁছায়, পরে আর সময় থাকে না। তবে আমরা সৌদি সরকারের সঙ্গে কথা বলছি। যদি তারা সময় পরিবর্তনের জন্য দুই-চার দিনের সুযোগ দেয়, আমরাও সময় বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। না হলে আমাদের এই পর্যন্তই শেষ।’

হজ এজেন্সির মালিকদের দোষারোপ করে ফরিদুল হক খান দুলাল বলেন, ‘এবারই প্রথম নয়, প্রতিবছরই বাংলাদেশের এজেন্সি মালিকেরা এই সময় বিলম্বিত করে থাকেন। তাঁরা সব সময় চিন্তা করেন শেষ সময়ে গিয়ে কম ভাড়ায় বাসা পান কিনা। তাঁরা এই পলিসি এডাপ্ট করে। যে কারণে আমরা এই পলিসি বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা