হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ২ টাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার

প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহে ২ টাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকালে নগরীর রেলওয়ে স্টেশনে অসহায় সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি রোবায়েত হোসেন, সহসভাপতি এনামুল হক ছোটন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিয়াদ অসহায়দের হাতে খাবার তুলে দেন। এক বছর ধরে সপ্তাহে এক দিন করে সংগঠনটি তাদের এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনটির সভাপতি রোবায়েত হোসেন বলেন, সপ্তাহে অন্তত এক দিন এক বেলা ভালো খাবার সুবিধাবঞ্চিত ভাসমান ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দেওয়াই হচ্ছে তাঁদের মূল লক্ষ্য। খাবারের মেনুতে রয়েছে ডিম-খিচুড়ি, ভাত-ডিম আবার কখনো কখনো যোগ হয় বিরিয়ানি। এটাকে যেন কেউ অন্য কিছু না বলে, সে জন্য দুই টাকার বিনিময়ে  খাবার দেওয়া হয়। এ প্রজেক্টের কার্যক্রম চলে সমাজের কিছু মহৎপ্রাণ ব্যক্তির সাহায্য ও স্বেচ্ছাসেবীদের হাতখরচের সামান্য অংশ দিয়ে। সংগঠনটির বয়স দুই বছর হয়েছে। সংগঠনটির অনেকগুলো প্রজেক্ট রয়েছে। প্রজেক্টগুলো চলবে (দুই টাকায় খাবার) এবং ছিন্নমূল মানুষের কল্যাণে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০