হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ২ টাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার

প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহে ২ টাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকালে নগরীর রেলওয়ে স্টেশনে অসহায় সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি রোবায়েত হোসেন, সহসভাপতি এনামুল হক ছোটন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিয়াদ অসহায়দের হাতে খাবার তুলে দেন। এক বছর ধরে সপ্তাহে এক দিন করে সংগঠনটি তাদের এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনটির সভাপতি রোবায়েত হোসেন বলেন, সপ্তাহে অন্তত এক দিন এক বেলা ভালো খাবার সুবিধাবঞ্চিত ভাসমান ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দেওয়াই হচ্ছে তাঁদের মূল লক্ষ্য। খাবারের মেনুতে রয়েছে ডিম-খিচুড়ি, ভাত-ডিম আবার কখনো কখনো যোগ হয় বিরিয়ানি। এটাকে যেন কেউ অন্য কিছু না বলে, সে জন্য দুই টাকার বিনিময়ে  খাবার দেওয়া হয়। এ প্রজেক্টের কার্যক্রম চলে সমাজের কিছু মহৎপ্রাণ ব্যক্তির সাহায্য ও স্বেচ্ছাসেবীদের হাতখরচের সামান্য অংশ দিয়ে। সংগঠনটির বয়স দুই বছর হয়েছে। সংগঠনটির অনেকগুলো প্রজেক্ট রয়েছে। প্রজেক্টগুলো চলবে (দুই টাকায় খাবার) এবং ছিন্নমূল মানুষের কল্যাণে।

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ