হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে যুবকের হাতে ব্যবসায়ী নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চুরি করতে আসা এক যুবকের হাতে হেকমত আলী (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের মধ্যমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করেছে যুবক। 

স্থানীয়রা ধারণা, ‘লাঠি দিয়ে মাথায় আঘাত ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

অভিযুক্ত যুবক মাসুদ মিয়া (২০) উপজেলার চকলেংগুরা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

নিহত হেকমত আলী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে। তিনি মুদি দোকানি ও ডিজেল ব্যবসায়ী ছিলেন। 

এ বিষয়ে নিহতের ছেলে মাহবুব জানান, মাসুদ নামে এক ছেলে দোকানে ঢুকে বাবাকে মেরে ফেলেছে। মাসুদ দোকানে এসে হয়তোবা টাকা-পয়সা লুট করতে চেয়েছিল। ঘুম ভেঙে যাওয়ায় বাবাকে প্লাস্টিকের দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বাবার মাথার পেছনে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে। হয়তো লাঠি দিয়ে মাথার পেছনে আঘাত করেছে। 

স্থানীয় ইউপি সদস্য হজরত আলী জানান, নিহত হেকমত আলী সারা দিন ব্যবসার কাজ পরিচালনা করে রাতে দোকানেই থাকতেন। এ ছাড়া রাতে কেউ ডিজেল কিনতে আসলে তা বিক্রি করতেন। গতকাল রবিবার দিবাগত রাতে শাহীন ডিজেল কেনার জন্য হেকমত আলীর দোকানের দরজায় কড়া নাড়েন। সাড়াশব্দ না পেয়ে শাহীন দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই মাসুদ তাকে আঘাত করে পালিয়ে যান। শাহীনের চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে হেকমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মাসুদকে ধরতে পুলিশ চেষ্টা করছে। 

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ