হোম > সারা দেশ > ময়মনসিংহ

পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু, পুলিশের মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে গতকাল বুধবার দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ৩০২ / ৩৪ ধারায় হত্যা ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেছে। 

মামলায় পটকা তৈরির কারখানার মালিকসহ চারজনকে আসামি করা হয়েছে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’ 

প্রসঙ্গত, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পটকা তৈরির কারখানায় গতকাল বুধবার সকাল ৬টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন-বারুইগ্রাম গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা আক্তার (৩০), দক্ষিণ বাঁশহাটি গ্রামের আবুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫)।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার