গফরগাঁওয়ের তেঁতুলিয়া গ্রাম থেকে পারভীন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত ওই নারী গফরগাঁওয়ের তেঁতুলিয়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
নিহতের ভাই নিজাম উদ্দিন বলেন, ‘পারভীনের সঙ্গে লিটন মিয়ার ৩০ বছর আগে বিয়ে হয়। নিজেদের মাঝে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল তাঁদের। আজ বুধবার সকালে তাঁদের এক প্রতিবেশীর কাছ থেকে বোনের মৃত্যুর সংবাদ শুনে এসে জানতে পারি গতরাতে বোনের মৃত্যু হয়েছে। বোনের মরদেহ দেখতে চাইলে ভগ্নিপতি লিটন মিয়া লাঠি নিয়ে মারতে আসে। এতে আমাদের সন্দেহ হলে পুলিশে খবর দেই।’
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, তড়িঘড়ি করে মরদেহ দাফনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের প্রাথমিক সুরতহাল করে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।