হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে নুরুজ্জামান (৫০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকসে এ ঘটনা ঘটে। মৃত নুরুজ্জামান পার্শ্ববর্তী বকসীগঞ্জের গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর নুরুজ্জামান কাজের শেষে ইটভাটার টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় আগে থেকেই বিদ্যুতের ছেঁড়া তার পড়ে টিউবওয়েলের পাড় বিদ্যুতায়িত হয়। কিন্তু নুরুজ্জামান সেটি বুঝতে পারেননি। গোসলের জন্য বালতি থেকে পানি নেওয়ার জন্য মগ দিলে সেখানেই তিনি বিদ্যুতায়িত হন। পরে ইটভাটার অন্যান্য শ্রমিক ও আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকসীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শ্রীবরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’ 

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র