ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সকালে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজন, নিয়মিত মামলায় পাঁচজন, পুরোনো মামলায় সাতজন, জুয়া আইনে সাতজন, ১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারায় তিন জনসহ মোট ২৭ জন আসামি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘পুলিশের বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের পরিপ্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’