হোম > সারা দেশ > জামালপুর

গরম পানির পাতিলে পড়ে দগ্ধ শিশু মারা গেল ৫ দিন পর

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

ইফতারে খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি হিসেবে পানি গরম করা হয়েছিল। এর পাশেই খেলছিল সাড়ে তিন বছরে শিশু মো. আদনান হাবিব। খেলার একপর্যায়ে গরম পানির পাতিলে পড়ে যায় সে। পাঁচ দিন চিকিৎসাধীন থেকে গতকাল বুধবার ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত আদনান হাবিব ওই এলাকার মো. লেমন মিয়ার ছেলে। ১৫ মার্চ বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ রোজায় মসজিদে ইফতার দেওয়ার জন্য খিচুড়ি রান্না করছিলেন পরিবারের সদস্যরা। খিচুড়ি রান্নার জন্য গরম পানি করে রাখা ছিল পাতিলে। পাশেই আদনান হাবিবসহ কয়েকজন শিশু খেলছিল। একপর্যায়ে আদনান পাতিলের ওপর পড়ে যায়। এতে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যাই।

পরে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদনানের দাফন সম্পন্ন হয়। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (রাজু) আহমেদ বলেন, খেলতে গিয়ে গরম পানিতে পড়ে আহত হয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয়।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র