হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে প্রেমিকের বাড়ির সামনে থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া এলাকায় প্রেমিকের বাড়ির সামনের গাছ থেকে সাবিনা ইয়াসমিন (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন ওই নারীর মা। 

আজ রোববার দুপুর ১২টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

সাবিনা ইয়াসমিন উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। অন্যদিকে অভিযুক্ত প্রেমিকের নাম আলামিন (৩৫)। তিনি দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলী ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। 

এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন আলামিনের সঙ্গে সাবিনা প্রেমের সম্পর্ক চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে সাবিনা ইয়াসমিন প্রেমিক আলামিনের বাড়িতে গেলে তিনিসহ তাঁর পরিবারের সদস্যরা তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর আজ রোববার সকালে আলামিনের বাড়ির সামনে জামগাছের সঙ্গে সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়। এ ঘটনায় সাবিনার মা বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে আলামিনসহ ছয়জনকে আসামি করা হয়েছে। 

সাবিনার মা হাসি বেগম বলেন, ‘আলামিন আমার মেয়েকে বিয়ে করার কথা দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছে। গতকাল শনিবার আমার মেয়ে তাদের বাড়িতে গেলে আলামিনসহ তার পরিবারের লোকজন মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর আর আমার মেয়ের কোনো খোঁজ পাইনি। আজ দুপুরে আলমিনের বাড়ির পাশে জামগাছে মেয়ের লাশ দেখতে পাই। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার দাবি করছি।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর আলামিনের পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করা হয়েছে।

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ