হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে ৯ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র

নেত্রকোনা প্রতিনিধি

নিখোঁজ স্কুলছাত্র আতিকুর রহমান অনিক। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার এক স্কুলছাত্র ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৬ নভেম্বর সকাল থেকে নিখোঁজ সে। এ ঘটনায় পরদিন ২৭ নভেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ স্কুলছাত্রের নাম আতিকুর রহমান ওরফে অনিক (১৬)। সে খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সমাজ সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের অনিক মানিক মিয়ার তিন ছেলের মধ্যে মেজ সে।

পরিবার সূত্র জানায়, অনিক গত ২৬ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পায়নি। ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার মোহনগঞ্জ থানায় জিডি করেন।

অনিকের মা রোজিনা আক্তার বলেন, ‘আমার স্বামী দিনমজুর। অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া করাচ্ছি। পরিচিত সব জায়গায় খুঁজেও তার কোনো খোঁজ পাচ্ছি না।’

খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মৌলা বলেন, ‘অনিক আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। লেখাপড়ায় ভালো। তার নিখোঁজ হওয়ার খবর শুনে হতবাক হই।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, থানায় জিডি হওয়ার পর থেকেই পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখনো ছেলেটির কোনো খোঁজ মেলেনি।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা