ময়মনসিংহের সদর উপজেলায় ইঞ্জিনচালিত অটোরিকশার সঙ্গে মাহিন্দ্রার ধাক্কায় নানি-নাতি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আজ শনিবার সন্ধ্যার পর ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুরের নিপা অটো রাইস মিলের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার তারাকান্দা উপজেলার মৃত হাসেন আলীর মেয়ে হালিমা (৫২) ও তাঁর নাতি সানি (৭)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, সন্ধ্যার পর পাশের অটোরাইমিল থেকে একটি ইঞ্জিনচালিত অটোরিকশা সড়কে উঠছিল। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী মাহিন্দ্র গাড়িটি ইঞ্জিনচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নানি-নাতির মৃত্যু হয়। এতে আহত হয় আরও ৬ জন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। পরে বিস্তারিত জানানো যাবে।