হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুরগি খুঁজতে গিয়ে কলহ, প্রতিবেশী যুবকের বঁটির কোপে নারী নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

মোছা. রৌশনারা বেগম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন (২১) নামের এক প্রতিবেশী যুবক তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সাখাওয়াত, তাঁর বাবা মোস্তুফা (৪৮) ও বড় ভাই সাজ্জাদ হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

নিহত ওই নারী খৈরাটি গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। অভিযুক্ত সাখাওয়াত একই গ্রামের মোস্তুফার ছেলে।

নিহত নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রৌশনারার পরিবারের সঙ্গে প্রতিবেশী মোস্তুফার পরিবারের আগে থেকে বিবাদ ছিল। আজ সন্ধ্যায় রৌশনারার একটি মুরগি মোস্তুফাদের ওখানে চলে যায়। এরপর মুরগির খোঁজে মোস্তফাদের বাড়িতে যান রৌশনারা। এ সময় মোস্তুফা, তাঁর মা সালেমা বেগমসহ (৬৫) পরিবারের লোকজন তাঁকে গালিগালাজ শুরু করেন। কলহের পর্যায়ে মোস্তুফার ছোট ছেলে সাখাওয়াত বঁটি হাতে দৌড়ে এসে রৌশনারা বেগমের ঘাড়ে কোপ দেন। এ সময় চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রৌশনারা বেগম। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় রৌশনারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রৌশনারা বেগমের ছেলের বউ হাফসা আক্তার (৩০) বলেন, ‘সন্ধ্যা হয়ে গেলেও আমাদের একটি পালা মুরগি ঘরে ওঠেনি। পরে আমার শাশুড়ি এদিক-সেদিক খুঁজতে থাকলে প্রতিবেশী এক চাচি এসে জানান, মোস্তুফাদের ঘরের পেছনে কলাগাছের পাশে মুরগিটি বসে আছে। এরপর আমার শাশুড়ি মুরগি আনতে গেলে মোস্তফার ছেলে সাখাওয়াত তাঁকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে। আমার শাশুড়ি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বঁটি ও লাঠি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক