হোম > সারা দেশ > ময়মনসিংহ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের র‍্যাগিং বিরোধী ক্যাম্পেইন

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে ‘অ্যাগেইনস্ট র‍্যাগিং ইন ক্যাম্পাস’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রার মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু হয়।

এর আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে দলে দলে ছাত্রলীগ নেতা–কর্মীরা স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে এসে জড়ো হয়। র‍্যাগিং বিরোধী ক্যাম্পেইনে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে নবীন শিক্ষার্থীসহ ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পেইনে অংশ নেয়। এ সময় নবীন শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘আমরা সবসময়ই নবীন শিক্ষার্থীদের পাশে আছি, নবীনরা যেন কোনোভাবেই কোন হ্যারেজম্যান্টের শিকার না হয় তা নিশ্চিতে ছাত্রলীগ তৎপর থাকবে। একই সঙ্গে র‍্যাগিং প্রতিরোধে প্রশাসনকে তৎপর হতে হবে।’ 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু র‍্যাগিং, বুলিং বন্ধ করে সৌহার্দ্য স্থাপনের আহবান জানান এবং ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। 

পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক অ্যাগেইনস্ট র‍্যাগিং লিফলেট বিতরণ করা হয়। এ সময় র‍্যাগিংয়ের বিরুপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন করেন ছাত্রলীগ নেতারা। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা