হোম > সারা দেশ > ময়মনসিংহ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের র‍্যাগিং বিরোধী ক্যাম্পেইন

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে ‘অ্যাগেইনস্ট র‍্যাগিং ইন ক্যাম্পাস’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রার মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু হয়।

এর আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে দলে দলে ছাত্রলীগ নেতা–কর্মীরা স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে এসে জড়ো হয়। র‍্যাগিং বিরোধী ক্যাম্পেইনে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে নবীন শিক্ষার্থীসহ ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পেইনে অংশ নেয়। এ সময় নবীন শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘আমরা সবসময়ই নবীন শিক্ষার্থীদের পাশে আছি, নবীনরা যেন কোনোভাবেই কোন হ্যারেজম্যান্টের শিকার না হয় তা নিশ্চিতে ছাত্রলীগ তৎপর থাকবে। একই সঙ্গে র‍্যাগিং প্রতিরোধে প্রশাসনকে তৎপর হতে হবে।’ 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু র‍্যাগিং, বুলিং বন্ধ করে সৌহার্দ্য স্থাপনের আহবান জানান এবং ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। 

পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক অ্যাগেইনস্ট র‍্যাগিং লিফলেট বিতরণ করা হয়। এ সময় র‍্যাগিংয়ের বিরুপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন করেন ছাত্রলীগ নেতারা। 

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক

বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান