হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা আ.লীগের ৪০ নেতা-কর্মী কারাগারে

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 

হামলা মামলায় নেত্রকোনার আটপাড়া আওয়ামী লীগের ৪০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে আজ নেত্রকোনার আদালতে হাজিরা দিতে বিচারক গেলে এই নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আসাদুল হক তথ্যেরে সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ ৩৭ জন নেতা-কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিরা ২০২১ সালে ১১ নভেম্বর আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপির কর্মী সৈয়দ মোস্তফা সাহেদ কামালের দোকানে হামলা চালায়। এ সময় তাঁর দোকান থেকে অন্তত চার লাখ টাকার বেশি মূল্যের মালপত্র লুটপাট এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যান।

তখন তারা ওই দোকানের সামনে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা কামাল বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন