হোম > সারা দেশ > ময়মনসিংহ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের দুই উপজেলা প্লাবিত

ময়মনসিংহ প্রতিনিধি

বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহে জেলার সিমাস্তবর্তী উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। 

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সিমান্তবর্তী হালুয়াঘাট, ধোবাউড়ায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফিশারি, কয়েক হাজার একর জমির ফসল। প্রবল বর্ষণে রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল কলেজে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন বলেন, ‘উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের ১৫-২০টি গ্রাম তলিয়ে গেছে। নেতাই নদীর বাঁধ কিছু কিছু পয়েন্টে ভেঙে গেছে। এক থেকে দেড় হাজার লোক পানিবন্দী আছে, প্রায় তিনশত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।’ 

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলেছি জানমালের নিরাপত্তার ব্যবস্থা নিতে। যদি কেউ পানিবন্দী হয়ে থাকে তাহলে তাকে সাথে সাথে উদ্ধার করে প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটে নাই।’ 

হালুয়াঘাট ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, ‘এটা নিয়ে আমরা কাজ করছি। যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে, সাবরেজিস্ট্রি অফিসের সামনে খাদ্যগুদামের সামনে পানি জমে আছে। এছাড়া উপজেলার বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।’ 

ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে জেলার দুটি উপজেলায় অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি কমলেও পানি কমতে সময় লাগবে। পরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে উদ্যোগ নেয়া হবে। 

ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় (গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত) জেলায় ১৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩