হোম > সারা দেশ > নেত্রকোণা

ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ক্লিনিকের সবাই পলাতক 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসূতি মৃত্যুর পর থেকে ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ মালিকপক্ষের লোকজন পালিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় ডিজিটাল সেবা হাসপাতালে এ ঘটনা ঘটে। 

নিহত প্রসূতির নাম রিপা আক্তার (২২)। তিনি জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের রফিক মিয়ার স্ত্রী। 

রফিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার আমার স্ত্রী রিপাকে ডিজিটাল সেবা নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে অস্ত্রোপচারের পর মেয়ে সন্তানের জন্ম হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিপা ও আমাদের সন্তান সম্পূর্ণ ভালো ছিল।’ তিনি আরও বলেন, ‘পরে নতুন একজন নার্স এসে রিপার হাতে থাকা ক্যানোলা খুলে দেয়। রিপাকে একটি ইনজেকশনও দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই আমার স্ত্রীর শরীর নিস্তেজ হয়ে যায়। পরে ও সেখানে মারা যায়। এ ঘটনার পর থেকে নার্সসহ হাসপাতালে কর্তব্যরত সবাই পালিয়ে যায়।’ তবে মেয়েশিশুটি সুস্থ আছে বলে জানান তিনি। 

খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। 

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা