জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পর এবার বিশ্ববিদ্যালয় প্রক্টর ও সিএসই বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধানের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা চয়েছে। ফেসবুক আইডি থেকে সবাইকে অনাকাঙ্ক্ষিত যেকোনো মেসেজ এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।
প্রক্টর বলেন, ‘গতকাল রোববার রাতে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়। ত্রিশাল থানায় আমি সাধারণ ডায়েরি করেছি। একই সঙ্গে বিটিআরসির সহযোগিতা নিচ্ছি। জরুরি প্রয়োজনে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ করছি।’
উল্লেখ্য, এর আগে গত ১৭ আগস্ট নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের ফেসবুক আইডি হ্যাক হয়। এরপর প্রায় ১৫ দিন পর আইডি ফেরত পান তিনি।