হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর রেলপথ সচল 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি নিয়ে যায়। তারপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

গফরগাঁও স্টেশনমাস্টার সেলিম আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস মশাখালী-গফরগাঁও স্টেশনের মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে ট্রেনটি ধীরে ধীরে গফরগাঁও স্টেশনে পৌঁছে পুরোপুরি বিকল হয়ে যায়। ট্রেনটি স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকায় ২ নম্বর লাইন দিয়ে চলাচল সচল থাকে। 

স্টেশনমাস্টার আরও জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি ময়মনসিংহে নিয়ে যায়। তারপর থেকে চলাচল স্বাভাবিক রয়েছে। 

এর আগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ বিষয়ে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী রুহুল আমীন বলেন, ‘ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে উঠেছি জরুরি কাজে জামালপুর যাব। শুরু থেকেই ধীরগতিতে গন্তব্যের দিকে যাচ্ছিল ট্রেনটি। এই রুটে ট্রেনের ভোগান্তির শেষ নেই।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার