ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি নিয়ে যায়। তারপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
গফরগাঁও স্টেশনমাস্টার সেলিম আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস মশাখালী-গফরগাঁও স্টেশনের মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে ট্রেনটি ধীরে ধীরে গফরগাঁও স্টেশনে পৌঁছে পুরোপুরি বিকল হয়ে যায়। ট্রেনটি স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকায় ২ নম্বর লাইন দিয়ে চলাচল সচল থাকে।
স্টেশনমাস্টার আরও জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি ময়মনসিংহে নিয়ে যায়। তারপর থেকে চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ বিষয়ে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী রুহুল আমীন বলেন, ‘ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে উঠেছি জরুরি কাজে জামালপুর যাব। শুরু থেকেই ধীরগতিতে গন্তব্যের দিকে যাচ্ছিল ট্রেনটি। এই রুটে ট্রেনের ভোগান্তির শেষ নেই।’