হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে জালে আটকে পড়া ৮ ফুট লম্বা অজগর ছাড়া হলো বনে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ভারত সীমান্তবর্তী উপজেলার নালিতাবাড়ীর একটি মরিচখেতের জালে আটকে পড়া প্রায় ৮ ফুটের একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে অজগরটি তাঁরা বনে ছেড়ে দেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের খেতে সাপটি পাওয়া যায়। ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হাতিপাগার গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যায়। এ সময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচেরখেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে। পরে তারা কাছে গেলে সাপটি অজগর বলে চিনতে পারে এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেয়। 

পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। বন বিভাগের লোকজন এসে সন্ধ্যায় অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এ সময় অজগরটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে। ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহিন থেকে অজগরটি ভেসে এসে নদীর পাশের খেতের জালে আটকা পড়েছিল। 

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুটের বেশি এবং ওজন প্রায় ৯ কেজি। গায়ে আটকে থাকা জাল কেটে মঙ্গলবার রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র