হোম > সারা দেশ > শেরপুর

নিখোঁজের ৫ দিন পর ধানখেতে মিলল কিশোরের লাশ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে পাঁচ দিন নিখোঁজের পর এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা গ্রামের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত কিশোরের নাম আ. শহিদ (১৭)। সে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ডেকরাপাড়া গ্রামের অলি মামুদের ছেলে । সে অটো চালাত। মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ।

মামলা সূত্র ও নিহতের বাবা অলি মামুদ জানান, গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় শহিদ। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার বিকেলে উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শহিদের অটোরিকশাটি পাওয়া যায়। কিন্তু শহিদকে খুঁজে পাওয়া যায়নি।

গতকাল সন্ধ্যায় গিলাগাছা গ্রামের ব্রিজ-সংলগ্ন একটি ধানখেতে অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া যায়। লাশ উদ্ধারের খবর পেয়ে শহিদের বাবা ও পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে।

ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা গতকাল রাতেই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০